বলিউডের একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী সোনালি বেন্দ্রে। অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। দীর্ঘদিন ধরে সোনালির সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে পাকিস্তানি ক্রিকেট তারকা শহীদ আফ্রিদির এমনটাই গুঞ্জন উঠেছিল নেট দুনিয়ায়। অবশেষে সেই গুঞ্জেনের বিষয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ খান আফ্রিদি।
সাম্প্রতিক সময়ে আর্থস কাউন্সিলের ১৭তম উর্দু আন্তর্জাতিক সম্মেলন এবং করাচি ফেস্টিভ্যালে এক বিশেষ সেশন অনুষ্ঠিত হয়। তখন তাকে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে আফ্রিদি হেসে হেসে জবাব দেন, ‘এখন তো আমি নানা হয়ে গেছি’। এই কথার মাধ্যমে তিনি মূলত আলোচনাটি এড়িয়ে যান।
খুবই ব্যক্তিগত ওই প্রশ্নের উত্তরে শহীদ আফ্রিদি আরও বলেন, ‘যদিও আমি এখনও নিজেকে নানা হিসেবে মেনে নিইনি। আমি তখনই নানা হিসেবে বিবেচিত হব, যখন আমার পঞ্চম কন্যার ঘরে সন্তান হবে’।
বছরের পর বছর ধরে ভারতীয় অভিনেত্রী সোনালি বেন্দ্রের সঙ্গে শহীদ আফ্রিদি এবং শোয়েব আখতারের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা চলে আসছে। যদিও পাকিস্তানি এই দুই ক্রিকেটারই এসব গুঞ্জন বরাবরই অস্বীকার করে আসছেন। অন্যদিকে মরণঘাতী রোগ ক্যানসার থেকে সুস্থ হয়ে ফিরে ৪৯ বছর বয়সি বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ২০০২ সালে চলচ্চিত্র পরিচালক গোল্ডি বেহলকে বিয়ে করেন। সোনালী-গোল্ডি দম্পতির রয়েছে রণবীর নামে একটি ছেলে। সূত্রঃ ইনকিলাব।