fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধটেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড ব্যাটলিয়ন-বিজিবি ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসির পৃথক অভিযানে ১ লাখ ২০ ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। বিজিবি ও ডিএনসি পৃথক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

৯ ডিসেম্বর বিকাল সাড়ে ৩ টার দিকে বিজিবি হোয়াইক্যং ইউয়িয়নের কোনাপাড়া অভিযান চালিয়ে মিয়ানমার থেকে আসা মোহাম্মদ সোহেল (২২) কে গ্রেফতার করে। পরে তার হাতে থাকা প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ১০ হাজার ইয়াবা জব্দ করে। গ্রেফকারকৃত মোহাম্মদ সোহেল (২২) মিয়ানমারের মন্ডু নয়াপাড়া গ্রামের মৃত মোহাম্মদ হোছেেনর পুত্র।

এদিকে সোমবার ভোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) টেকনাফ বিশেষ জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক সিফাত তাসনিমের নেতৃত্বে পৌরসভার কুলাল পাড়ায় মুজাফ্ফর আহমদের বাড়িতে অভিযান চালায়। পরে বাসার একটি কক্ষ থেকে ট্রাভেল ব্যাগের ভেতর স্কচটেপ ও টিস্যু পেপার দ্বারা মোড়ানো ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

অভিযানের খবর টের পেয়ে মুজাফফর আহমদের পুত্র মো. আলমগীর (৩৯) পালিয়ে যায়। তাকে আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মত মামলা করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments