fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধচট্টগ্রামে বন্দুকের মুখে ৬ গরু লুট

চট্টগ্রামে বন্দুকের মুখে ৬ গরু লুট

চট্টগ্রামে আন্দনাইশ উপজেলায় রাতের আঁধারে বন্দুকের মুখে ৬টি গরু লুট করে নিয়ে গেছে ডাকাতেরা।  উপজেলার বৈলতলী ইউনিয়নের ডেবাকূলে এ ঘটনা ঘটে।

বুধবার (১১ ডিসেঃ) রাতে  আন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ডেবাকূলের জসিম উদ্দিন নামে এক কৃষকের বাড়িতে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতের দল ঢুকে বন্দুক ঠেকিয়ে গরুগুলো নিয়ে যায়। শেষ সম্বল হারিয়ে নি:স্ব কৃষক জসিম উদ্দিন এখন করছেন কান্না।

কৃষক জসিম উদ্দিন বলেন, মঙ্গলবার গভীর রাত সাড়ে ৩টার দিকে ডাকাতরা বন্দুক নিয়ে আমার ঘরে ঢুকে। তারা প্রথমে আমার বউয়ের কানের দুল ও নাকফুল ছিনিয়ে নেয়। পরে দুটি মোবাইলও তারা নিয়ে যায়। এ সময় আরেকটি দল আমার গোয়াল ঘরে ঢুকে ৬টি গরু ট্রাকে তুলে নিয়ে যায়। গরুগুলোর মূল্য আনুমানিক ১২ লাখ টাকা। জায়গা জমি বিক্রি করে গরুর খামার করেছি। জানি না এখন কি করব।

স্থানীয় বাসিন্দা আবদুর রহিম মিসফার জানান, জসিম উদ্দিন খুবই গরিব ঘরের সন্তান। তার শেষ সম্বল গরুগুলো নিয়ে গেল ডাকাত দল। কীভাবে সংসার চলবে তার। প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা নেয়।
বৈলতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল হাই বলেন, আমরা চন্দনাইশ থানায় গিয়ে একটি অভিযোগ করেছি। প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments