fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকইউক্রেন-রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধান প্রয়োজনঃ মার্কিন প্রেসিডেন্ট

ইউক্রেন-রাশিয়া ও মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধান প্রয়োজনঃ মার্কিন প্রেসিডেন্ট

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন-রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত সমাধান করা প্রয়োজন। রোববার তার সোশ্যাল প্ল্যাটফর্ম  ট্রুথের মাধ্যমে তিনি  এসব লেখেন।

তিনি লিখেছেন, “তাৎক্ষণিক যুদ্ধবিরতি হওয়া উচিত এবং আলোচনার সূচনা করা উচিত। দুই দেশ (ইউক্রেন ও রাশিয়া) এমনভাবে সেনা হারাচ্ছে যা কেউ কল্পনাও করতে পারছে না। লক্ষ লক্ষ সেনা নিহত হচ্ছে।”

এ সময় তিনি মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন-রাশিয়া সংকটের তুলনা করে বলে, ধ্যপ্রাচ্য গুরুত্বপূর্ণ হলেও এটি ইউক্রেন-রাশিয়া সংকটের তুলনায় কম জটিল।

তিনি জানান, “এই দুটি পরিস্থিতি দ্রুত সমাধান করতে হবে। কারণ অনেক মানুষ মারা যাচ্ছে।”

২০১৯ সালের এক ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া প্যারিসের নটর ডেম ক্যাথেড্রালের পুনরায় উদ্বোধন অনুস্থানে যোগ দেন ট্রাম্প। এই সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন।

ট্রাম্প বলেন, জেলেনস্কির সঙ্গে তার একটি ভালো বৈঠক হয়েছে। জেলেনস্কিও ট্রাম্পের যুদ্ধ সমাধানে দৃঢ় প্রতিজ্ঞার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এছাড়াও তিনি সিরিয়ায় মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন। সিরিয়ায় সম্প্রতি বিদ্রোহীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করেছে। ট্রাম্প বলেন, “সিরিয়াকে নিজেদের দেখভাল করতে হবে। আমরা সেখানে জড়িত নই।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments