fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদন'পুষ্পা-২'র সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার

‘পুষ্পা-২’র সিনেমা হল থেকে মরদেহ উদ্ধার

‘পুষ্পা-২’র প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে দেখতে গিয়ে নারীর মৃত্যু হয়েছিল। এবার সিনেমার শো শেষে ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রায়দুর্গম শহরের প্যালেস সিনেমা হলে ঘটনাটি ঘটে।

মৃত যুবকের নাম মদানাপ্পা। পেশায় শ্রমিক এবং উদেগোলাম গ্রামের বাসিন্দা চার মদানাপ্পা সন্তানের জনক।

পুলিশ সূত্রে খবর, ম্যাটিনি শোয়ে ‘পুষ্পা ২’ সিনেমা দেখতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, সেই সময় মদানাপ্পা নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন।

মুক্তির প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ৮০০ কোটি রুপি তুলে নিয়েছে  ‘পুষ্পা ২’। প্রথমদিনই ‘আরআরআর’-এর রেকর্ড হাতিয়ে নিয়েছে ‘পুষ্পা ২’। এর আগ পর্যন্ত ১৩৩ কোটি তুলে ফার্স্ট ডের ওপেনিং কালেকশনের রেকর্ড নিজের করে রেখেছিল ‘ত্রিপল আর’। ১৭৪ ক্রোড় আয় করে ছবিটিকে হটিয়ে দিয়েছে আল্লু-রাশমিকার ছবিটি। সূত্র: দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments