চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম বাস্তবায়ন হলে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ আছে; চীনা ঋণের ফাঁদ এড়াতে সতর্ক থাকার পরামর্শ সিপিডির।
শনিবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে সিপিডি আয়োজিত ইন্টারন্যাশনাল কনফেরেন্স অন বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বাংলাদেশ কম্পারেটিভ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে এসব কথা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, চীনের বেল্ট এন্ড রোড উদ্যোগ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।