রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপির অংশগ্রহণকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাস র্যাপিড ট্রানজিট-বিআরটি প্রকল্পের কাজ পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, আমরা বিএনপিকে স্বাগত জানাই, তারা পার্লামেন্টে অংশ নিচ্ছে, ডিবেট করছে। রংপুর-৩ আসনের উপ-নির্বাচনেও জাতীয় পার্টি আছে, আওয়ামী লীগ থেকেও আমরা প্রার্থী দিয়েছি, এবং এখানে বিএনপিও অংশ নিয়েছে। নির্বাচন সুষ্ঠু, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে আশা করছি।