fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকস্কুলে আয়ার সঙ্গে আপত্তিকর অবস্থায় 'শিক্ষক'!

স্কুলে আয়ার সঙ্গে আপত্তিকর অবস্থায় ‘শিক্ষক’!

সূত্র : আনন্দবাজার

“স্কুল শেষ হয়েছে কিন্তু এক শিক্ষক বাড়িতে যাননি। তিনি স্কুল চত্বরেই এক আয়ার সঙ্গে ‘আপত্তিকর’ অবস্থায় মত্ত ছিলেন। তা দেখেছে স্থানীয়রা। হাতেনাতে ধরার পর ওই শিক্ষককে গণপিটুনি দিয়েছেন ক্ষিপ্ত জনতা।

‘মঙ্গলবার দক্ষিণ ভারতের তামিলনাডু রাজে এ ঘটনাটি ঘটেছে।তামিলনাড়ুর নামাক্কল নামক এলাকার উদুপ্পম  সরকারি বিদ্যালয়ে আয়ার সঙ্গে শিক্ষকের এমন আচরণের খবরে সরগরম তামিলনাড়ুর ওই গ্রাম।’

‘স্কুলে কর্মরত আয়ার (অঙ্গনওয়াড়ি কর্মী) সঙ্গে গত কয়েক মাস ধরে প্রেমের সম্পর্ক চলছে অভিযুক্ত শিক্ষকের। কিছু শিক্ষার্থী এর আগেও তাদের দুজনকে ‘আপত্তিকর’ অবস্থায় দেখেছে। বিষয়টি নিজেদের পরিবারে জানিয়েছিল তারা।’

‘ঘটনা সম্পর্কে আগে থেকেই সবার একটা ধারণা থাকায় তাদের দুজনকে যখন হাতেনাতে ধরা হয় তখন ক্ষুব্ধ জনতা তাদের ক্রোধের বহিঃপ্রকাশ ঘটান। প্রথমে অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ শুরু করলেই এক পর্যায়ে গণপিটুনি শুরু হয়।’

মারধরের খবর পাওয়ার পর স্থানীয় থানার পুলিশ স্কুলে এসে অভিযুক্ত ওই শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্কুলটির প্রধান শিক্ষক এ বিষয়ে জানিয়েছেন, ‘অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ওই আয়ার বিরুদ্ধেও সংশ্লিষ্ট দফতর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments