“বহুল আলোচিত ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলার যুক্তিতর্ক শুরু হয়েছে। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এর আদালতে বুধবার যুক্তিতর্ক শুরু হয়।
‘যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এ্যাডভোকেট হাফেজ আহম্মদ ২৭ মার্চ নুসরাতকে যৌন হয়রানি থেকে শুরু করে মামলার চার্জশিট দেওয়া পর্যন্ত বিস্তারিত তুলে ধরেন।”
‘আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে মামলার ১৬ আসামির মধ্যে ১৫ আসামিকে জেলা কারাগার থেকে বেলা ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এর আদালতে হাজির করা হয়। মামলার অপর আসামি কামরুন নাহার মনি ৯ মাসের অন্তঃসত্ত্বা হওয়ায় তার আইনজীবীর আবেদনের প্রক্ষিতে তাকে আদালতে হাজির করা হয়নি।”