মোংলা ৩ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যাবসায়ী দম্পতিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে পৌর শহরতলী বটতলা এলাকা অভিযান চালিয়ে তাদের গাজাঁসহ আটক করা হয়। মাদক ব্যাবসায়ী আটক দম্পতি হলেন, জামাল মৃধা (৫৬) ও তার স্ত্রী বিলকিস বেগম (৫০)।
মোংলা থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর তদন্ত তুহিন মন্ডল জানান, পৌর শহরের বটতলা এলাকার এ দম্পতি র্দীঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা ও ইয়াবা এনে গ্রামের উঠতি বয়সী যুবকদের কাছে বিক্রি করে আসছে। জামাল মৃধার স্ত্রী মাদক ব্যবসায়ী বিলকিস বেগম নিজে গ্রামে গিয়ে এসব মাদক বিক্রি করতো এবং ছোট ছোট ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিতো।
মাদক ব্যাবসায়ী বিলকিস মহিলা হওয়ার সুবাধে তাকে তল্লাশি বা আটক করা সমস্যা হওয়ায় সহজেই সে পার পেয়ে যেত এবং এলাকার বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করতো তারা।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌর শহরের বটতলা এলাকায় অভিযান চালায়। এসময় বটতলা এলাকায় সদ্য ভাড়া বাসায় নতুন আসা এ দম্পতিকে আটক করে বসত ঘরে তল্লাশি করে। এ সময় তাদের গোপন জায়গায় গুঁজে রাখা ২ কেজি ৯শ’ গ্রাম গাঁজা ও গাজাঁ বিক্রির নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে গতকাল তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরর পর বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশের এ কর্মকর্তা।