আজ গাজীপুর জেলা প্রশাসন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সরকারি খাস জমি হতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে কাশিমপুর এলাকার দক্ষিণ পানিশাইল মৌজার ৩০ শতাংশ জমি হতে অবৈধ দখলদার দের উচ্ছেদ করা হয়। বর্তমান মুল্য অনুসারে উক্ত জমির মুল্য প্রায় ৫ কোটি টাকা বলে জানা যায়। জমি থেকে অবৈধ দখলদার দের উচ্ছেদ শেষে উক্ত উদ্ধারকৃত জমি প্রত্যাশী সংস্থা কে দখল বুঝিয়ে দেওয়া হয়।
উচ্ছেদ শেষে উক্ত উদ্ধারকৃত জমি প্রত্যাশী সংস্থা কে দখল বুঝিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।দৈনিক সচেতন বার্তা কে এই উচ্ছেদ অভিযান এর সংবাদের সত্যতা নিশ্চিত করেন উচ্ছেদ অভিযান পরিচালনায় নিয়োজিত গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
তিনি আরো জানান, আজকের এই অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করে টঙ্গী রাজস্ব সার্কেল, মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর এবং ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সদস্য গন।