সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হায়দার আলি তোতার বাড়িতে বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়েছে। ডিবি পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ জনকে আটক করা হয়। তবে হায়দার আলিকে তারা আটক করতে পারেননি।
থানার অফিসার ইন চার্জ হারানচন্দ্র পাল খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সুত্রে খবর পেয়ে এই অভিযান চালান তারা।
তিনি বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা, তাস, গোলাকার টেবিল ও খাতাপত্র জব্দ করা হয়েছে। তবে হায়দার আলিকে সেখানে পাওয়া যায়নি। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গৃহীত হচ্ছে।