fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধজালনোটসহ আশুলিয়ায় দুই ব্যবসায়ী আটক

জালনোটসহ আশুলিয়ায় দুই ব্যবসায়ী আটক

ঢাকার আশুলিয়া থেকে এক কোটি টাকার জাল নোটসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। গতকাল দুপুরে আশুলিয়ার কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জাল টাকাসহ তাদের আটক করা হয়। আটক দুজন হলেন- সেকেন্দার ও নাহিদ। র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা জানান, আটক ওই দুজন সাভার ও আশুলিয়ায় দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিল। গতকাল দুপুরে ক্রেতা সেজে কুটুরিয়ার আমতলা এলাকা থেকে জালনোটসহ তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার টাকার ১০০টি জাল নোটের বান্ডিল জব্দ করা হয়। তাদের সঙ্গে আর কেউ জড়িত কিনা তদন্ত করে দেখা হচ্ছে এবং জাল টাকার মেশিন উদ্ধার করার জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

 

এদিকে কাকরাইলে দুই লাগেজ থেকে ৪৬ লাখ রুপি জব্দ করেছে পুলিশ। গতকাল বিকালে এসএ পরিবহনের কাকরাইল শাখায় এসব রুপি জব্দ করা হয়। এ সময় হাসান ও ইয়াকুব নামে দুজনকে আটক করা হয়েছে।

 

রুপি জব্দের বিষয়ে মতিঝিল জোনের পুলিশের সহকারী কমিশনার (এসি) মিশু বিশ্বাস জানিয়েছেন, দুবাই থেকে বাংলাদেশে আসা দুজন ওই ৪৫ লাখ রুপি নেওয়ার জন্য অপেক্ষায় ছিল। এসএ পরিবহন থেকে রুপি নিয়ে দুজন তাদের লাগেজ গাড়িতে উঠাতে গেলে আমরা তাদের আটক করি। আটক দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, লাগেজ দুটি একটি কার্গো বিমানে দুবাই থেকে সিলেটে এসেছিল। সিলেট থেকে সেগুলো এসএ পরিবহনে করে ঢাকায় পাঠানো হয়। পরে দুজন লাগেজটি তুলতে এলে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে- সিলেট থেকে আহাদ নামে এক ব্যক্তি লাগেজগুলো ঢাকায় পাঠায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments