fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাঅভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

অভিযুক্তদের দ্রুত বিচারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ করে গত মঙ্গলবার। আজ বৃহস্পতিবার দোষী ব্যক্তির দ্রুত বিচারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে প্রাধ্যক্ষ বীথিকা বণিকের বাসায় এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কয়েক শ শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। সেখান থেকে তাঁরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে গিয়ে অভিযুক্তের বিচার দাবি ও হল প্রাধ্যক্ষের পদত্যাগসহ কয়েক দফা দাবিতে স্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ পর শিক্ষার্থীরা বঙ্গমাতা হল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন। তাঁরা প্রশাসন ভবনের সামনে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

বেলা দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান সেখানে যান। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে ব্যবস্থা নিতে আগামী রোববার সকাল ১০টা পর্যন্ত সময় চান।

এ ঘটনায় গতকাল বুধবার প্রাধ্যক্ষ বীথিকা বণিকের অভিযুক্ত ভাই শ্যামল বণিককে গ্রেপ্তার করেছে মতিহার থানা-পুলিশ। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments