চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ করেছে তার পরিবার। পাইকপাড়া গ্রামের তৃতীয় শ্রেণির ওই স্কুল ছাত্রীকে বৃহস্পতিবার রাত ১১ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির বাবা জানায়, তার মেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশের খেলার মাঠ থেকে ফেরার পথে প্রতিবেশী মারফত আলীর ছেলে আহাম্মদ আলী (২৪) মাঠের শ্যালো ম্যাশিনের ঘরের পাশে নিয়ে তার মেয়েকে ধর্ষণ করে পালিয়ে যায়।
পরে মেয়ে বাড়ি ফিরে ঘটনাটি তাদের জানালে তারা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন।
আলমডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান বলছেন, ঘটনাটি তারা শুনেছেন। অভিযোগের মুখে থাকা ছেলেটিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে তারা মেয়েটির পরিবার থেকে এখনও কোনো অভিযোগ পাননি।