‘পাবনায় ন্যায় বিচারের আশায় সাংবাদিক সম্মেলন করেছে এক ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা। শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্যে তারা বলেন, সম্প্রতি জেলার খাস আমিনপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ গণি হাবিলদারের বাড়িতে কিছু দুর্বৃত্ত হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়।
‘তাদের হামলায় তিনজন আহত হয়। এসময় এলাকার ইউপি সদস্যসহ কয়েকজন তাদেরকে উদ্ধার করে।হামলাকারীরা জামায়াত করলেও একমাস আগে তারা আওয়ামী লীগে যোগদান করে।
‘হামলাকারী ধনী মুন্সী ও তার ছেলে রফিকুল মুন্সীর নেতৃত্বে হামলা করা হলেও তারাই আবার ভুক্তভোগী পরিবার ও তাদের বাঁচাতে সাহায্য করতে আসা লোকজনের নামে আদালতে মামলা করে।
‘এখনও এসব হামলাকারীরা ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতিনিয়ত খুন ও জখমের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এজন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন তারা।
‘সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম এ গণি হাবিলদারের স্ত্রী মরিয়ম বেগমসহ কয়েকজন বক্তব্য দেন।