fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধচাঁদাবাজির অভিযোগে খুলনায় '৭' পুলিশ বরখাস্ত

চাঁদাবাজির অভিযোগে খুলনায় ‘৭’ পুলিশ বরখাস্ত

“খুলনা জেলা গোয়েন্দা পুলিশের চার কর্মকর্তা ও তিন কনস্টেবলসহ সাত জনকে চাঁদাবাজির অভিযোগে সাময়িক বরখাস্ত করা ‘হয়েছে।  আজ মঙ্গলবার (১ অক্টোবর) ওই সাতজনকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

‘প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- এসআই লুৎফর রহমান, এএসআই  কেএম ‘হাসানুজ্জামান, এএসআই শেখ সাইদুর রহমান, এএসআই গাজী সাজ্জাদুল ইসলাম, কনস্টেবল মো. কামরুজ্জামান বিশ্বাস, জামিউল ‘হাসান ইমন ও জুয়েল শেখ।

‘জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বলেন, তাদের বিরুদ্ধে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় এক ব্যক্তির সঙ্গে ‘আর্থিক লেনদেনের অভিযোগ এসেছে। প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এসএস”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments