সাভারে একটি ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার গুরুতর আহত এবং তার স্বামী কাজী সেলিমুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা স্বামী-স্ত্রী দুজনই সংঘর্ষে কবলিত প্রাইভেটকারে ছিলেন।
স্থানীয়রা গুরুতর আহত খালেদা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বুধবার (২রা অক্টোবর) সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনাস্থলে একজন মারা যান ও আহত অবস্থায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ তবে, ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।