fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে স্বামীর মৃত্যু, স্ত্রী গুরুতর আহত

সাভারে একটি ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার গুরুতর আহত এবং তার স্বামী কাজী সেলিমুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা স্বামী-স্ত্রী দুজনই সংঘর্ষে কবলিত প্রাইভেটকারে ছিলেন।

স্থানীয়রা গুরুতর আহত খালেদা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

বুধবার (২রা অক্টোবর) সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সালেহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক অজিত কুমার সাহা জানিয়েছেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাভারগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনে উঠে গিয়ে বিপরীত দিকে থাকা ঢাকাগামী প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ ঘটায়।”

 

তিনি বলেন, ঘটনাস্থলে একজন মারা যান ও আহত অবস্থায় একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ তবে, ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments