“শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বকুল দাশ নামে এক ছাত্র ‘সুইসাইড নোট’ রেখে বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মারা যান বকুল দাশ।
“বকুল দাশ পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার নওগাঁও গ্রামের রামু দাসের ছেলে। বকুল বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ১২০ নম্বর রুমে থাকতেন। উদ্ধার কারা নোট যা লিখা ছিলঃ
আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে বিষ খেয়ে নিজের মৃত্যুকে স্বীকার করে নিচ্ছি। আমার মৃত্যুর জন্য আমার কোনো রুমমেট, বিশ্ববিদ্যালয়ের কোনো বন্ধু-বান্ধব কেউ দায়ী নয়। আমি কারো কারণে মনে আঘাত পেয়ে বিষ খাই নাই। আমি নিজের ইচ্ছায় বিষ খেয়েছি। জীবনের প্রতি আমার ধিক্কার চলে আসছে। দুঃখ, কান্না, অবহেলা আমার মস্তিষ্ক আর নিতে পারছিল না। তাই আমি স্বেচ্ছায় মারা গেছি।
শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, বুধবার দিবাগত রাত ২টার দিকে নিজ কক্ষে বমি করতে থাকলে রুমমেটরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন সকাল ৭টায় বকুল মারা যান। বকুল মারা যাওয়ার আগে ডাক্তারকে ইঁদুর মারার বিষ খেয়েছেন বলে জানান।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন বলেন, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আমরা একটি ‘সুইসাইড নোট’পেয়েছি, তবে এটা তার কিনা তা আমরা মিলিয়ে দেখছি।