“নানা আলোচনা-সমালোচনার মাঝের এবার একশ’ বলের ক্রিকেট টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে ইংল্যান্ড ‘ক্রিকেট বোর্ড। এরইমধ্যে দলের নাম, লোগো, জার্সি উন্মোচন হয়েছে। আনুষ্ঠানিকভাবে হয়েছে খেলোয়াড় ‘অন্তর্ভুক্তিও। প্রাথমিকভাবে দেশীয় ক্রিকেটারদের দলে ভিড়িয়েছে দলগুলো।
‘এদিকে, ইংলিশদের প্রতিবেশী আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসও আন্তর্জাতিক ক্রিকেটে আরও মনোযোগী হতে ‘চায়। সে হিসেবে তারা আমন্ত্রণ জানাচ্ছে পাকিস্তানকে।
‘সংক্ষিপ্ত থেকে সংক্ষিপ্তততর হচ্ছে ক্রিকেট। বাণিজ্যের ডামাঢোলে কিংবা দর্শকের চাহিদার খোঁজে। যেমনই ‘হোক, পাঁচদিনের টেস্ট থেকে একদিনের ক্রিকেট, এরপর তিন ঘন্টার টি-টোয়েন্টির পর এবার আসছে একশো ‘বলের ক্রিকেট। যেখানে থাকছে নানা নতুন নতুন নিয়ম। মূলত ১৬ ওভারের ম্যাচ, শেষ ওভার হবে ১০ বলের। ‘আছে ভ্রু কোঁচকানো আরো কিছু নিয়ম। ক্রিকেটের জনক ইংল্যান্ড নতুন সংস্করণটিরও উদ্ভাবক।
‘এই সংস্করণ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। প্রতিবাদ জানিয়েছেন বেশিরভাগ ক্রিকেটারই। সাধুবাদও ‘জানিয়েছেন দু-একজন। এতসবের থোড়াই কেয়ার ইংলিশ বোর্ডের। নতুন সংস্করণের যাত্রা শুরু করে দিয়েছে ‘তারা আনুষ্ঠানিকভাবে।