বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় ছাত্রলীগের ১০ জনকে ৫ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।
রাজধানীর চকবাজার থানায় করা হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের শুনানী শেষে আজ ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের এ আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিস পরিদর্শক মো কবির হোসেন হাওলাদার আসামিদের আদালতে হাজির করে প্রতেককে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় তিন আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, আসামিদের প্রিজনভ্যানে করে দুপুর দুইটার পরে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এসময় তাদের হাতে হাতকড়া পরিয়ে আদালতের এজলাসে হাজির করা হয়।
পরে লোহার তৈরি আসামির কাঠগড়ায় ঢুকিয়ে দিয়ে তালা দেওয়া হয়। শুনানি শেষ হলে তাদের প্রিজন ভ্যানে করে নিয়ে যায় ডিবি।