fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২য় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ক্ষোভ প্রকাশের পাশাপাশি এই হত্যাকাণ্ডকে নির্মম ও পৈশাচিক উল্লেখ করে হত্যাকারীদের দ্রুততম সময়ে বিচারও দাবী করে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এসএম মাকসুদ কামাল এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিবৃতিতে বলা হয়,  আবরার ফাহাদের নৃশংস হত্যাকাণ্ডে আমরা ক্ষুব্ধ, ব্যথিত ও মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্ঞানচর্চা ও বিতরণই বিশ্ববিদ্যালয়ের প্রধান কাজ। মুক্তবুদ্ধির চর্চা ও পরমতসহিষ্ণুতা ব্যাহত হলে বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। আবরারের এই নিষ্ঠুর হত্যাকাণ্ড বিশ্ববিদ্যালয়ের কিছুসংখ্যক শিক্ষার্থীর চরম অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ; যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও চিন্তাচেতনার পরিপন্থি।

আবরারের হত্যাকারীদের শাস্তি দাবি করে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা প্রত্যাশা করি দ্রুততম সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments