ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১২৭ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে পুুলিশ।
আটক দুইজন হলেন- বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং উপ অর্থ বিষয়ক সম্পাদক আবু বকর ওরফে আলিফ।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় আনা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রাব্বানী জানান, গোয়েন্দা তথ্যে ওই কক্ষে পুলিশ পাঠিয়ে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়।