fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনবাংলাদেশের সিনেমা ‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে ৭ দেশে

বাংলাদেশের সিনেমা ‘সাপলুডু’ মুক্তি পাচ্ছে ৭ দেশে

গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় নির্মিত সিনেমা ‘সাপলুডু’ দেশের বাইরে বিদেশে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটি এবার ৭টি দেশে চলবে।

পরিচালক দোদুল জানান, ১২ অক্টোবর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনির দুই শহরে সাপলুডু দেখানো হবে। ১৮ ও ১৯ অক্টোবর ইতালির রোমে প্রদর্শিত হবে। নিউইয়র্ক, ডালাস ও ক্যালিফোর্নিয়াতে প্রদর্শিত হবে আগামী ২৫ অক্টোবর। একই দিনে কানাডার টরন্টো ও মন্ট্রিয়েলেও দেখানো হবে ছবিটি। তারপর ২৬ অক্টোবর ওয়াশিংটন ডিসি, ১ ও ২ নভেম্বর লস অ্যাঞ্জেলেস এবং ৩ নভেম্বর সান ফ্রান্সিসকোতে চলবে ‘সাপলুডু’।

তিনি আরো জানান, দুবাই, কাতার, কুয়েতসহ আরও কয়েকটি দেশে ছবিটির প্রদর্শন হবে। আরবি ভাষায় ছবিটির সাবটাইটেলও করা হয়েছে।

প্রদর্শনীগুলোতে অংশ নিতে আগামী ১৬ অক্টোবর ইতালি যাচ্ছেন ‘সাপলুডু’র নায়ক আরিফিন শুভ। ‘সাপলুডু’তে আরো অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, মৌসুমি হামিদ প্রমুখ।

এর আগে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি গত ২৭ সেপ্টেম্বর দেশের ৪২টি সিনেমা হলে মুক্তি পায়।  বর্তমানে বাংলাদেশের  ৩০টি সিনেমা হলে ‘সাপলুডু’ সিনেমার প্রদর্শন চলছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments