fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ১২টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

১২টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ যুবক গ্রেপ্তার

মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ আলামিন খন্দকার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোনামসজিদ মহাসড়কের উপকূল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় জানিয়ে র‌্যাব বলছে, আলামিন একজন অস্ত্র ব্যবসায়ী।

র‌্যাব চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার এসপি আজমল হোসেন জানান, রাতে র‌্যাবের অপারেশন দল সোনামসজিদ মহাসড়কের উপকূল এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৭টি পিস্তল, ৫টি ওয়ান শুটারগান, ১৩টি ম্যাগজিন ও ৪০ রাউন্ডগুলিসহ আলামিন খন্দকার নামে এক আগ্নেয়াস্ত্র ব্যাবসায়ীকে গ্রেপ্তার করে। আলামিন প্রয়াত মৃত হাফিজুর রহমানের ছেলে।

তিনি জানান, র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments