fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ'বুয়েট চাইলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারেঃ প্রধানমন্ত্রী

‘বুয়েট চাইলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে পারেঃ প্রধানমন্ত্রী

“কোনও শিক্ষা প্রতিষ্ঠান চাইলে করতে পারে, তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

“বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত ও যুক্তরাষ্ট্রে সরকারি সফর সম্পর্কে জানাতে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

“প্রধানমন্ত্রী বলেন, কোনও শিক্ষা প্রতিষ্ঠান চাইলে করুক, আমরা কেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করব। প্রতিটি সংগ্রামে অগ্রণী ভূমিকা আছে ছাত্রদের। বুয়েট যদি মনে করে সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবে; তারা করতে পারে।

“তিনি বলেন, আমাদের দেশের নেতৃত্ব উঠে এসেছে ছাত্র রাজনীতি থেকে। আমি ছাত্র রাজনীতি করেই এখানে এসেছি। এজন্য আমরা দেশের জন্য কাজ করতে পারি।

“সরকারপ্রধান বলেন, বুয়েটের ঘটনার জন্য ছাত্র রাজনীতিকে দোষারাপ করার মানে হয়না। এটা তো রাজনীতি না। এখানে রাজনীতিটা কোথায়? সারাদেশের সব প্রতিষ্ঠানের টর্চার সেল খোঁজা হবে।

“প্রধানমন্ত্রী বলেন, আমার নিজের ওপর আত্মবিশ্বাস আছে; আমি যেটা করি জনগণের কল্যাণের জন্য করি মঙ্গলের জন্য করি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments