fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিআবরার হত্যায় যুক্তরাষ্ট্রের বিবৃতি

আবরার হত্যায় যুক্তরাষ্ট্রের বিবৃতি

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ‘ঘটনায় আমি হতবাক ও মর্মাহত। মত প্রকাশের স্বাধীনতা যেকোন গণতন্ত্রের মৌলিক অধিকার। এই ঘটনার ‘পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা সকল কণ্ঠস্বরের সঙ্গে আমরা একাত্ম ও তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ‘জানাচ্ছি।’

‘আবরার হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এ বিবৃতি দিয়েছেন। ‘ইউএস অ্যাম্বাসি ঢাকা নামে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ১০টা ৫৫ ‘মিনিটে এই বিবৃতি দিয়েছেন তিনি।

‘উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর) রাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার (৭ অক্টোবর) ভোরে ‘শের-ই-বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার সিঁড়ির মধ্যবর্তী জায়গায় আবরারের নিথর দেহ পাওয়া যায়। তার ‘শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। জানা যায়, ওই রাতেই হলটির ২০১১ নম্বর কক্ষে আবরারকে পেটান ‘বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা।

‘পরদিন সোমবার (৭ অক্টোবর) রাজধানীর চকবাজার থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ‘১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments