যুবলীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান আনিসকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় যুবলীগের জরুরি প্রেসিডিয়াম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ আতিয়ার রহমান দিপু সাংবাদিকদের জানিয়েছেন, সভায় যুবলীগের দপ্তর সম্পাদক আনিসুর রহমান আনিসকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।
কাজী আনিস যুবলীগ অফিসের পিয়ন থেকে দপ্তর সম্পাদক পদ পান। দুর্নীতি, মাদক ও ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর তাকে নিয়ে গণমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এরপর তিনি আড়ালে চলে যান।