fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাঢাকা সিটিকক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউশ সানি এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের কক্ষ সিলগালা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ আহসানউল্লাহ হলের খন্দকার জামিউশ সানির ৩২১ নম্বর কক্ষ সিলগালা করা হয়। এছাড়া শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষ সিলগালা করা হয়েছে। এ কক্ষে শাখা ছাত্রলীগরে সম্পাদক মেহেদী হাসান রাসেল থাকতেন।

শেরে বাংলা হল, বুয়েট।

এছাড়াও বুয়েট ছাত্রলীগের অফিস কক্ষ হিসেবে ব্যবহৃত আহসানউল্লাহ হলের ১২১ নম্বর কক্ষ সিলগালা করা হয়েছে। বুয়েটের ছাত্র কল্যাণ উপদেষ্টা (ডিএসডব্লিউ) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সিলগালা করে দেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শুক্রবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরদিনই এ পদক্ষেপ নেওয়া হল।

এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিভিন্ন আবাসিক হলে পুলিশের অভিযান চলছে বলে জানা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments