fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজশাহী পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭

রাজশাহী পুলিশের অভিযানে গ্রেফতার ৪৭

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় মাদকদ্রব্য। রবিবার (১৩ অক্টোবর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এ তথ্য জানান।

মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ৮ জন, রাজপাড়া থানা ৬ জন, চন্দ্রিমা থানা ৬ জন, মতিহার থানা ৬ জন, কাটাখালী থানা ২ জন, বেলপুকুর থানা ১ জন, শাহমখদুম থানা ৫ জন, এয়ারপোর্ট থানা ৩ জন, পবা থানা ১ জন, কাশিয়াডাঙ্গা থানা ৬ জন, দামকুড়া থানা ১ জন ও ডিবি পুলিশ ২ জনকে গ্রেফতার করে। যার মধ্যে ১৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী, ১৪ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বোয়ালিয়া মডেল থানা পুলিশ মোঃ ফিরোজ হোসেনকে ১০ গ্রাম হেরোইন ও মোঃ সাখাওয়ার হোসেন ওরফে অসিমকে ৩৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। রাজপাড়া থানা পুলিশ মোঃ বিপ্লব, মোঃ ইয়ামিন হক ও মোঃ শহিদকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। মতিহার থানা পুলিশ মোঃ সাইনুদ্দিনকে ২৬ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। এয়ারপোর্ট থানা পুলিশ মোঃ হাসিবুর রহমান ও মোঃ মাসুদ রানাকে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। পবা থানা পুলিশ মোঃ দেলোয়ার হোসেনকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। কাটাখালী থানা পুলিশ মোঃ রমজান আলীকে ৫ গ্রাম হেরোইন ও মোঃ রফিককে ০৫.৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে। কাশিয়াডাঙ্গা থানা পুলিশ মোঃ আবু সালেহ ওরফে লিটন ও মোঃ জামিল হোসেনকে ১০ গ্রাম হেরোইন ও ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মোঃ শ্যামলকে ১২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস জানান গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ও রাজশাহীকে মাদক মুক্ত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে যা চলমান থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments