fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজধানীমুচলেকায় জামিনে বিএনপির হাফিজ

মুচলেকায় জামিনে বিএনপির হাফিজ

তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার হওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। রোববার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক আতিকুল ইসলাম পুলিশের করা রিমান্ড আবেদন খারিজ করে এ জামিন দেন।

সিঙ্গাপুর থেকে ফেরার পর শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় হাফিজ উদ্দিনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে র‌্যাব-৪। সরকারি সংস্থা সম্পর্কে মেইলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য আদান-প্রদানের অভিযোগে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করে র‌্যাব।

মিথ্যা তথ্যে এজাহার বানানো হয়েছে বলে অভিযোগ করেছেন আসামিপক্ষের আইনজীবী। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার বিভাগ স্বাধীন বলেই জামিন পেয়েছেন হাফিজ উদ্দিন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments