বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় তাঁর পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।
রিট আবেদনকারী হলেন আইনজীবী শাহীন বাবু। রিট আবেদনকারীর আইনজীবী এ কে এম ফয়েজ সাংবাদিকদের বলেন, বিচারিক কমিটি গঠন করে আবরার হত্যার পুরো ঘটনা তদন্ত করতে, আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে সোমবার রিট আবেদনটি উপস্থাপন করা হবে বলে জানান জ্যেষ্ঠ এই আইনজীবী।
৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগ শাখার নেতা-কর্মীরা। এ ঘটনায় তাঁর বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ৮ অক্টোবর চকবাজার থানায় ১৯ জনকে আসামি করে একটি মামলা করেন।