নাটোরে ডিবি পুলিশ ৩শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে । রবিবার গভীর রাতে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ সোমবার সকালে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
গ্রেফতারকৃতরা হল একই এলাকার মৃত তছলিম প্রাং-এর ছেলে আমির প্রাং ও তার ছেলে শাকিল হোসেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বনবেলঘরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্দেহজনক ঘোরাফেরা দেখে আমির প্রাং ও তার ছেলে শাকিল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে মোট ৩ শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে নাটোর সদর থানায় সোপর্দ করা হয়েছে।