বুয়েটে ছাত্র হত্যার প্রেক্ষাপটে সব ধরনের সন্ত্রাস ও সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার শপথ নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার শিক্ষার্থীদের আয়োজনে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলামসহ কয়েকজন শিক্ষকও অংশ নেন। তবে দর্শকসারিতে থাকা অন্য শিক্ষকরা শপথ নেননি।
বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে গণশপথ গ্রহণ করার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে অনুষ্ঠান হয় বুয়েট অডিটোরিয়ামে।
শপথবাক্যে তারা বলেন, ”এ বিশ্বববিদ্যালয় সকল প্রকার সন্ত্রাস, সাম্প্রদায়িক অপশক্তির উত্থানকে আমরা সম্মিলিতভাবে রুখে দেব।”
সকল প্রকার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয় এই শপথে। শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্দোলন স্থগিত করা হল।
শিক্ষার্থীরা জানান, আরবারের খুনিদের স্থায়ীভাবে বহিষ্কার করার আগ পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন করা হয়েছে। ১০ দফা দাবির মধ্যে তিনটি দাবি ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুততার সঙ্গে আসামিদের গ্রেফতার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তবে, ১০ দফা দাবির বিষয়ে তারা খোঁজ খবর রাখবেন।
তারা আরও জানান, বুয়েট প্রশাসনের কাছে পাঁচটি দাবি ছিল। সেসব দাবির বেশিরভাগই বাস্তবায়ন হয়েছে। এ কারণে, বুয়েট প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
তদন্ত রিপোর্ট পাওয়ার পর দোষীদের স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বুয়েটের উপাচার্য সাইফুল ইসলাম।