সম্প্রতি শাকিব খানকে নিয়ে ‘হ্যাকার’ নামে একটি সিনেমার ঘোষণা দিয়েছেন মালেক আফসারী। আর সে সিনেমায় নায়িকা হিসেবে কলকাতার কোয়েল মল্লিক থাকছেন বলেও জানান তিনি।
কিন্তু স্বয়ং কোয়েল মল্লিক বলেছেন, ‘মালেক আফসারীকে চিনি না। তবে শাকিব খানকে চিনি। আর সম্প্রতি কেউ বাংলাদেশ থেকে আমার সাথে ছবির ব্যাপারে কথা বলেনি। তাই ওখানকার কোন ছবিই করছি না এই মুহুর্তে।’
কোয়েল মল্লিকের বক্তব্য জানাতেই মালেক আফসারী স্বীকার করে নেন খবরটি ভুল। যদিও এর আগে তিনিই গণমাধ্যমকে বলেছিলেন কোয়েল থাকছেন শাকিবের বিপরীতে। তিনি বলেন, ‘কোয়েল ঠিকই বলেছেন। তার সাথে আমাদের কোনো কথাবার্তা হয়নি। তবে হতে কতক্ষণ! শাকিব খানের সাথে তার ভালো সম্পর্ক। কিন্তু আমার ছবিতে কোয়েল মল্লিককেই অভিনয় করতে হবে এমন না। আমি চাই নতুন মুখ। নতুন কেউ যদি নাচ জানে তার ভেতর থেকে আমি অভিনয় বের করে নিতে পারব।’
তিনি আরও বলেন, ‘কোয়েল মল্লিকের সাথে কাজ করার কথা হচ্ছিল ‘পাসওয়ার্ড’ ছবির আগে থেকে। তখন আমরা মিটিং করছিলাম। সেসময় কলকাতা থেকে কোয়েল মল্লিক ফোন করেছিলেন শাকিব খানকে। কথায় কথায় শাকিব খান তাকে সিনেমা করার প্রস্তাব দেন। তখন থেকে মূলত মিডিয়ায় খবরটি ছড়ায়।’
এর আগে বেশ কয়েকবার কোয়েল মল্লিক বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন বলে খবর বের হলেও প্রতিবারই খবরটি মিথ্যে হয়।