আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে রাজধানীর গাবতলী এলাকা থেকে নব্য-জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন: মো. আব্দুল্লাহ (২৪), শফিকুল ইসলাম ওরফে মোল্লাজী (৩৮) এবং মোস্তাফা হোসেন আরিফ (২৫)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, গতকাল (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাদেরকে আটক করা হয়।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল নব্য-জেএমবি সদস্যদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতরা বাসে চড়ে উত্তরবঙ্গের একটি জেলা থেকে ঢাকায় আসছিলো। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী কাজে অংশ নেওয়ার পরিকল্পনা করছিলো বলে উল্লেখ করেন ডিএমপি কর্মকর্তা।