আজ বৃহস্পতিবার গাজীপুর জেলা প্রশাষনের উদ্দৌগে জেলার টঙ্গী এবং চয়দানা এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান। পরিচালিত অভিযানে মাদকদ্রব্য সহ দুই জনকে আটক, অবৈধ কেমিক্যাল উদ্ধার ছাড়াও পরিবেশ দূষনের অপরাধে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান পূর্বাচল মিলস কে ইটিপি ছাড়া কারখানা চালু রাখা ও পরিবেশ দূষনের দায়ে পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারায় নগদ দুই লাখ টাকা জরিমানা করেন। একই অপরাধে সিরাজ ডাইং কারখানাকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অবৈধ মাদক রাখার দায়ে আটক ২ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১৬) ধারায় ২ জনকে ভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান হয়।
ছবিঃ সচেতন বার্তা।আজকের পরিচালিত অভিযান সম্পর্কে দৈনিক সচেতন বার্তা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, “অভিযান পরিচালনাকালে তিনি মিল, কল কারখানা গুলোতে বায়ু দূষন রোধে পর্যাপ্ত ও সঠিক ব্যাবস্থাপনা আছে কিনা সেদিকে বেশি গুরুত্ব আরোপ করেন। কারন দূষিত বায়ুর কারনে শিশু ও বৃদ্ধরা সবচাইতে বেশি ভোগান্তির শিকার হয়। শ্বাসকষ্ট ছাড়াও নানা জটিল রোগে আক্রান্ত হয় সাধারন মানুষ।”
আজকের অভিযানকালে তিনি পরিবেশ দূষনের দায়ে দুইটি মিল কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন বলে জানান। এছাড়াও মাদকদ্রব্য উদ্ধার ও হেফাজতে রাখার দায়ে ২ জনকে কারাদন্ড প্রদানের কথা বলেন।
তিনি বলেন, আজকের মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যগন।