fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়আইন আদালতশিশু নির্যাতনতারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

শিশু নির্যাতনতারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

শিশু নির্যাতন ও হত্যাকারীদের কঠোর শাস্তি দেয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি শিশুর উন্নত ও সুন্দর ভবিষ্যত নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করছে।

শুক্রবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের ৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ বলেন।

এসময় শিশু-কিশোরদের সততার সঙ্গে জীবন-যাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি আরো বলেন, যারা শিশু নির্যাতন করবে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি পেতে হবে। শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহার করা যাবে না। ঝরে পড়া শিশুদের শিক্ষা ও কর্মক্ষম করার ব্যবস্থাও সরকার নিচ্ছে। আমি চাই খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি সব ক্ষেত্রে আমাদের শিশুরা এগিয়ে থাকবে। আর সমাজের খারাপ দিক থেকে নিজেদের দূরে রাখবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments