নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে।
লোহাগড়া থানার ওসি মোকাররম হোসেন জানান, শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া গ্রামের এই দুই শিশুর মৃত্যু হয়।
তারা হল ওই গ্রামের অহিদুর রহমানের মেয়ে তাবাসসুম (১৩) ও আব্দুল হান্নানের ছেলে রাহাত (৭)।
ওসি মোকাররম এলাকাবাসীর বরাতে বলেন, দুপুরে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্বজনরা খুঁজতে গিয়ে পুকুরপাড়ে জামাকাপড় দেখতে পায়। পরে পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
তাবাসসুমের বাবা অহিদুর রহমান বলেন, “পানি থেকে ওঠানোর সময় দেখে গেছে, রাহাত তাবাসসুমের গলা জড়িয়ে ধরে রেখেছে। রাহাত সাঁতার জানত না। হয়ত সে ডুবে যাওয়ার সময় তাকে রক্ষা করতে এগিয়ে যায় তাবাসসুম। পরে দুইজনই ডুবে যায়।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি মোকাররম।