শনিবার কক্সবাজারের টেকনাফে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া সড়ক থেকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা কারবারীকে আটক করেছে।
আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর হোসনের ছেলে হোসেন আহমেদ (২০) ও একই ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে আব্দুল হামিদ(৪৫)।
র্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শনিবার দুপুরে লেদা পশ্চিম পাড়া সড়কে রাস্তার উপরে মাদক কারবারীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে কক্সবাজারের একটি চৌকস টিম অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।
এসময় তাদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।