fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িজাতীয়অপরাধটেকনাফে ৬ হাজার ইয়াবা উদ্ধার আটক ২ রোহিঙ্গা

টেকনাফে ৬ হাজার ইয়াবা উদ্ধার আটক ২ রোহিঙ্গা

শনিবার কক্সবাজারের টেকনাফে  উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা পশ্চিম পাড়া সড়ক থেকে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা কারবারীকে আটক করেছে।

আটককৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা নুর হোসনের ছেলে হোসেন আহমেদ (২০) ও একই ক্যাম্পের মৃত দিল মোহাম্মদের ছেলে আব্দুল হামিদ(৪৫)।

র‌্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, শনিবার দুপুরে লেদা পশ্চিম পাড়া সড়কে রাস্তার উপরে মাদক কারবারীরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে কক্সবাজারের একটি চৌকস টিম অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

এসময় তাদের দেহ তল্লাশি করে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। ইয়াবাসহ আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments