fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজীবের বাড়ী থেকে টাকা, বিদেশি পিস্তল-গুলি ও বিদেশি মদ উদ্ধার

রাজীবের বাড়ী থেকে টাকা, বিদেশি পিস্তল-গুলি ও বিদেশি মদ উদ্ধার

চলমান ক্যাসিনো বিরোধী অভিযানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে বসুন্ধরার বাসা থেকে আটক করার পরে তার বাসায় তল্লাশি চালিয়ে নগদ টাকা, বিদেশি পিস্তল ও গুলি, বিদেশি মদ এবং পাসপোর্ট জব্দ করে র‌্যাব।

শনিবার (১৯ অক্টোবর) রাতে বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকের আফতাব উদ্দিন রোডের ৯ তলা ভবনের সপ্তম তলা থেকে রাজীবকে আটক করা হয়। এরপর বাসার ভেতরেই রাজীবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদসহ তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় রাজিবের বন্ধু মিশু হাসানের ভাড়া নেয়া ওই বাসা থেকে নগদ ৩৩ হাজার টাকা, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি, বিদেশি মদ এবং একটি পাসপোর্ট জব্দ করা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব। ছবিঃ ফাইল।

পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারোয়ার বিন কাশেম এক তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ে জমি দখল, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলদারিত্বের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাজীবকে আটক করা হয়েছে বলে জানান।

ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যেই কাউন্সিলরদের বিরুদ্ধে অবৈধভাবে দখল, চাঁদাবাজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। কেউ কেউ ক্যাসিনো কারবারের সঙ্গেও জড়িত ছিলেন। অভিযান শুরুর  পরপরই অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছেন  ।

কাউন্সিলর রাজীব দুই সপ্তাহ ধরে আত্মগোপনে থাকার পরই গতকাল গ্রেফতার হন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments