খুলনায় নবম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে ৯ দিন আটকে রেখে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার মেয়েটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি শহরের শিরোমণি এলাকায় বলে জানিয়েছেন খানজাহান আলী থানার ওসি শফিকুল ইসলাম।
হাসপাতালে মেয়েটির এক আত্মীয় জানান, স্থানীয় জাকির নামে এক যুবকের সঙ্গে প্রায় ৬ মাস ধরে মেয়েটির সম্পর্ক চলছিল। এক পর্যায়ে জাকির ‘বিয়ের কথা বলে’ গত ৮ অক্টোবর মেয়েটিকে বাড়ি থেকে নিয়ে যায়। নয়দিন পর মেয়েটি খুলনা ফিরে আসে।
মেয়েটি জানায়, জাকির ও তার ৭/৮ জন বন্ধু মিলে টানা নয়দিন তাকে ধর্ষণ করে। পরে সে কৌশলে পালিয়ে খুলনায় আসে।
ওসি বলেন, মেয়েটিকে ফরিদপুর নিয়ে গিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে। এর আগে ৯ অক্টোবর মেয়েটির বাড়ির লোকজন থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি (জিডি) করে।
এ ঘটনায় মেয়েটির পরিবার মামলার দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।