fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িসারাদেশরাজধানীভোলার ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়ঃ প্রধানমন্ত্রী

ভোলার ঘটনায় জড়িত কাউকে ছাড় নয়ঃ প্রধানমন্ত্রী

ভোলার বোরহানউদ্দিনে সংঘর্ষের ঘটনায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যারাই এ ঘটনায় জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় যারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

গতকাল রোববার গণভবনে যুবলীগের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। যুবলীগের আসন্ন কংগ্রেস নিয়ে নির্দেশনা দিতে সংগঠনটির শীর্ষ নেতাদের সঙ্গে ওই বৈঠক করেন শেখ হাসিনা। তবে এই বৈঠকে ডাক পাননি সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ বিতর্কিত কয়েকজন নেতা।

বৈঠকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আওয়ামী লীগ সভাপতি বলেন, যার ধর্ম তার কাছে। কাজেই সব ধর্মের মানুষ এদেশে সম্মানের সঙ্গে বসবাস করবে। এটাই এদেশের নিয়ম। বাংলাদেশ যেন শান্তিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠে, সেটাই তার সরকার চায়।

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে আইডিটা হ্যাক করে এ ধরনের ঘটনা ঘটাল এবং সেটাকে কেন্দ্র করে যারা সমবেত হয়ে পুলিশের ওপর আক্রমণ করল- তাদের উদ্দেশ্যটা কী ছিল, সেটাই বড় কথা। এর পর থেকে দেখা যাচ্ছে, ফেসবুকে নানা ধরনের অপপ্রচার সব জায়গায় ছড়ানো হচ্ছে অশান্ত পরিবেশ সৃষ্টির জন্য। তারা কারা? তাদের উদ্দেশ্যে কী? আর যারা এই ঘটনাকে কেন্দ্র করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের উদ্দেশ্য খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনা সম্পর্কে তিনি বলেন, ভোলার বোরহানউদ্দিনে একটি হিন্দু ছেলের ফেসবুক আইডি হ্যাক করে সেখানে তার নাম দিয়ে কতগুলো মিথ্যাচার করা হয়েছে। যার ফেসবুক আইডি হ্যাকড করা হয়েছে তাকে আবার ফোন করে বিশ হাজার টাকা চেয়েছে। বলেছে, বিশ হাজার টাকা না দিলে তার ফেসবুক আইডিতে এমন সব কথা লিখবে, যাতে তার ক্ষতি হবে। এই কথা শোনার পর পরই হিন্দু ছেলেটা থানায় গেছে। সে সেখানে একটা জিডি করা সত্ত্বেও পুলিশ কিন্তু গ্রেপ্তার করে রেখেছে। যে টেলিফোন করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে। ওই আইডিটা হ্যাকিং নিয়ে ফেসবুক অপারেটরের সঙ্গে সরকার যোগাযোগ করেছে। তাদের কাছ থেকে সব তথ্য জোগাড় করা সম্ভব হবে।

শেখ হাসিনা বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। যারা ফেসবুকে এই হিন্দু ছেলেটার আইডি হ্যাক করে এসব কথা লিখেছে, সে তো একজন মুসলমান ছেলে। একজন মুসলমান হয়ে কীভাবে নবী করিমকে (সা.) নিয়ে এ ধরনের বাজে কথা লেখে এবং আরেকজনকে জড়ানোর চেষ্টা করতে পারে?

তিনি বলেন, পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়েছে এগুলো না করার জন্য। পুলিশ বলেছিল, তারা ব্যবস্থা নিচ্ছে। এর পরও পুলিশের ওপর চড়াও হলে নিজেদের বাঁচাতে তারা একটা ঘরে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরও তারা পুলিশের ওপর চড়াও হয়। সেখানে একজন এসআইর গায়ে গুলি পর্যন্ত লাগে। সে সময় সেখানে এসপি ও ডিসি সবাই পৌঁছে যান। পুলিশকে রক্ষা ও সাধারণ মানুষকে বোঝাতেই তারা গিয়েছিলেন। পুলিশকে রক্ষার জন্য গুলি ছোড়া হলে বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে তিনজনের মৃত্যু কনফার্ম বলা হয়েছে। আরেকজনের অবস্থা মুমূর্ষু।

প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ সত্যিই ইসলাম ধর্মে বিশ্বাস করলে এবং নবী করিম (সা.)-এর প্রতি তার এতটুকু সমান থাকলে সে কীভাবে আরেকজনের ক্ষতি করার জন্য এ ধরনের জঘন্য কথাটা লেখে? এটাও আমার একটা প্রশ্ন। কাজেই আমি দেশবাসীকে বলব, ধৈর্য ধরতে।’

তিনি বলেন, উদ্দেশ্যেপ্রণোদিতভাবে দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করতে এসব ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়। যখনই দেখা যায় দেশটা একটু ভালোভাবে চলছে, অগ্রগতি হচ্ছে- তখনই একটা শ্রেণি নানাভাবে অশান্ত পরিবেশ সৃষ্টি করতে চায়। এটা যেন কোনোভাবে করতে না পারে, সেজন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতা চাই। দেশবাসীর কাছে একটাই আহ্বান থাকবে, সবাইকে ধৈর্য ধরতে হবে।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কেউ যদি নবী করিম (সা.) বিরুদ্ধে কিছু লিখে থাকে, নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যের ক্ষতি করার জন্য যারা এ ধরনের কথা লিখবে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আমরা ব্যবস্থা নেব। টেকনোলজি মানুষ যেমন ব্যবহার করতে পারে আবার কেউ অপকর্ম করলে সেটা ধরার টেকনোলজিও আছে।

তিনি বলেন, এটাও ধরা পড়বে। কারণ এই ছেলে যদি টেলিফোন করে টাকাটা না চাইত তাহলে তাকে খুঁজে বের করা মুশকিল হতো। এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, আরও যারা আছে তাদেরও গ্রেপ্তার করা হবে।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সব সময় সব জিনিস একবারে ধারাবাহিক এমনভাবে প্রচার করবেন না, যা একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করে। বরং যারা সত্যিকার অপরাধী, তাদের দেখান।

তিনি বলেন, ‘আমি এটুকুই বলব যে, এ ধরনের অনেক চক্রান্ত আমার বিরুদ্ধে সব সময় হয়ে থাকে। ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুফল যেমন মানুষ ভোগ করছে, তেমনই এর কুফলও ভোগ করছে। নানা ধরনের বিপদে ফেলে দেয়। এটা যেন বিপদে ফেলতে না পারে অর্থাৎ গুজবে কান না দিয়ে সঠিক বিষয় জেনে নেওয়া দরকার।’

শেখ হাসিনা বলেন, সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে যারাই অপরাধী, তাদের কোনো ক্ষমা নেই। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমরা যখন দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাই, স্বাভাবিকভাবেই কিছু মানুষের ভেতরে একটা লোভের সৃষ্টি হয়। যার ফলাফল আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাই। কাজেই এ ধরনের অন্যায়-অবিচার বরদাশত করা হবে না। ক্ষমতা পেয়ে যারা আঙুল ফুলে কলাগাছ হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যুবলীগকে গতিশীল ও গ্রহণযোগ্য করতেই এই বৈঠক জানিয়ে তিনি বলেন, পর্যায়ক্রমে সব সহযোগী সংগঠনের সঙ্গেই বসা হবে। যতগুলো সহযোগী সংগঠন আছে, তাদের সবার সম্মেলন যেন একে একে হয়, সেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে। তবে অনেক সময় নানা কারণে সম্মেলন দীর্ঘায়িত হয়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments