শনিবার রাতে গাজীপুর নগরের কাশিমপুর থানা এলাকার পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাবু বেপারী (৩০) কাশিমপুর থানার পশ্চিম হাতিমারার বর্ষাডাঙ্গা এলাকায় থাকেন। তাঁর বাড়ি চাঁদপুরে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই সন্তানের বাবা বাবু বেপারী রাতে ছাত্রীটিকে ডেকে পাশের ধানক্ষেতে নিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করেন।
মেয়েটি আহত অবস্থায় ঘরে ফিরে ঘটনাটি মাকে জানায়। ছাত্রীর মা গতকাল রবিবার সকালে থানায় অভিযোগ করেন। পুলিশ প্রাথমিক সত্যতা পেয়ে মামলা করে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়।
কাশিমপুর থানার ওসি মো. আকবর আলী খান জানান, পলাতক বাবু বেপারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।