নওগাঁ জেলায় রাস্তা থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে জেলার মহাদেবপুর উপজেলায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ এ ঘটনায় গত শনিবার সন্ধ্যায় ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো উপজেলার চকরাজা গ্রামের আফাজ উদ্দীনের ছেলে সিরাজুল ইসলাম (৩৬), রহিমের ছেলে মিঠু (৩৮) এবং মৃত কসতুলের ছেলে বাবু হোসেন (৪০)।
ওই নারীর স্বজন ও এলাকাবাসী জানান, উপজেলার ভীমপুর ইউনিয়নের ওই নারী বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবার বাড়ি থেকে একই হেঁটে উপজেলার স্বামীর বাড়িতে ফিরছিলেন। পথে অনন্যা-বর্ষা নামের একটি চালকলের কাছে পৌঁছলে ৪ ব্যক্তি তাকে জোর করে তুলে নিয়ে রাস্তার পাশের ওই চালকলের চাতালে নিয়ে বেঁধে ধর্ষণ করে। এ সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারীসহ ওই নারীর সৎছেলে (২৪) গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে যান। এ সময় অন্যরা দৌড়ে পালিয়ে গেলেও সিরাজুল ইসলামকে তারা ধরে ফেলেন।
ওই নারীর সৎছেলে সাংবাদিকদের বলেন, সিরাজুলকে বাড়ি নিয়ে একটি ঘরে আটকে রাখেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করে অপর ৩ জনের নাম জেনে নেন। তিনি বলেন, পরে সুযোগ বুঝে সিরাজুলের লোকজন ঘরের দরজা ভেঙে তাকে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে স্থানীয় একটি মহল মোটা অঙ্কের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
ওই নারীর সৎছেলে আরো জানান, শনিবার বিকেলে ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতে পেরে স্থানীয় নওহাটা মোড় পুলিশ ফাঁড়িকে জানায়। পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই ফরিদ ফোর্সসহ চকরাজা গ্রামে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে ওই নারীকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করে।
মহাদেবপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, এ ঘটনাটি গোপনে আপস করার চেষ্টা করছিল স্থানীয় একটি মহল। কিন্তু ঘটনাটি জানতে পেরে ওই গ্রামে গিয়ে ধর্ষিতা নারীকে উদ্ধারসহ ধর্ষণে জড়িত ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।