এমপিওভুক্তির নীতিমালা সংশোধনের দাবিতে নন-এমপিও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করেন। এর আগে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন এ কর্মসূচি দিয়েছে।
ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার জানান, তাদের একটাই দাবি, সারাদেশে স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের একযোগে এমপিওভুক্ত করতে হবে। এ নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কর্মসূচি থেকে সরবেন না তারা।
তিনি জানান, রোববার রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মন্ত্রীর আশ্বাসে তারা সন্তুষ্ট নয়। মন্ত্রী শিক্ষকদের বাড়ি ফিরে যেতে আহ্বান জানিয়েছেন। তবে শুধু আশ্বাসে তারা ফিরে যাবেন না। আমরণ অনশন কর্মসূচিতে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির নীতিমালা-২০১৮’-এর বিভিন্ন ‘অসঙ্গতিও’ তুলে ধরেন শিক্ষক নেতারা।
নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। তারা প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান।