fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজধানীধর্ষণকারীর শাস্তি চেয়ে রাস্তায় বাবা-মা

ধর্ষণকারীর শাস্তি চেয়ে রাস্তায় বাবা-মা

মেয়ের ধর্ষণকারীর শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছে এক দম্পতি। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে তারা এ কর্মসূচি পালন করেন।

এর আগে, গত ৫ জুলাই সন্ধ্যার পরে রামপুরা মেরাদিয়া হাটের পাশে বাস কাউন্টারের পিছনে ওই মেয়েকে ধর্ষণ করা হয়।
মানববন্ধনে ধর্ষণের শিকার মেয়েটির বাবা বলেন, আমার মেয়ে নবম শ্রেণির ছাত্রী। আমি অনেক গরিব মানুষ। সিএনজি চালিয়ে মেয়েকে পড়াশোনার খরচ চালাই। কিন্তু আমার সব আশা ভেঙে দিয়েছে আমার মেয়ের কোচিং শিক্ষক মাহবুবুর রহমান মিন্টু (৩০)।

তিনি আরও বলেন, কোচিং শিক্ষক মিন্টু আমার মেয়েকে টেস্ট পেপার দেওয়ার কথা বলে গত ৫ জুলাই সন্ধ্যার পরে ডেকে নিয়ে যায়। রামপুরা মেরাদিয়া হাটের পাশে বাস কাউন্টারের পিছনে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় খিলগাঁও থানায় ধর্ষণের মামলা করেছেন। কিন্তু ধর্ষক মাহবুবুর রহমান মিন্টু প্রভাবশালী হাওয়ায় তিনি সঠিক বিচার পাচ্ছেন না বলে জানান মেয়ের বাবা।

তিনি বলেন, আমার মেয়ে ধর্ষণ হওয়ার সঠিক বিচারের আশায় তিন মাস ধরে অনেকে কাছে গিয়েছি। কিন্তু কারও কাছে সঠিক বিচারের আশ্বাস পায়নি।

মানববন্ধনে ভুক্তভোগী ওই দম্পতির এক ছেলে ও একজন প্রতিবেশী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments