fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধহাত-পায়ের রগ কেটে যুবক হত্যা আটক ১

হাত-পায়ের রগ কেটে যুবক হত্যা আটক ১

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রাজধানীর পুরান ঢাকার ১০৪/৩ হাজি ওসমান গনি রোডের আল-আমিন নামের একটি জুতার কারখানায় পিয়াল (১৮) নামের এক কর্মচারীর হাত-পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে।

বংশাল থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) পাঠায়।

বংশাল থানার এসআই মোজাফফর হোসেন জানান, পিয়াল দীর্ঘদিন ধরে ওই জুতার দোকানে কাজ করত। পিয়াল ও বাবু- দুজনের বাড়িই কিশোরগঞ্জের একই এলাকায়। পূর্ব শত্রুতার জেরে পিয়ালকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বাবু। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

বংশাল থানার অফিসার ইন চার্জ শাহীন ফকির দৈনিক সচেতন বার্তাকে বলেন, ‘নিহতের দুই হাতের রগ ও দুই পায়ের হাঁটুর পেছন থেকের এমনভাবে কাটা হয়েছে যে একটু ঝুলে আছে। রশি দিয়ে গলা চেপে হত্যা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত করতেই এভাবে কাটা হয়েছে ।’

ওসি আরো বলেন, ‘বাবু নামে নিহতের এক সহকর্মীকে গ্রেপ্তার করেছি। প্রাথমিকভাবে সে ঘটনায় সংশ্লিষ্ট থাকার বিষয় স্বীকার করেছে। ওর মাধ্যমে অন্যদের ধরার চেষ্টা চলছে। এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।’

নিহতের বাবা লিকন বলেন, ‘পিয়ালরে কেন যে মারল কিছুই বুঝলাম না। মামলা করছি, এহন ন্যায়বিচার যাতে পাই সেইটা চাই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments