সুমাইয়া হাবিবের সচেতনতায় অপরাধী হিংস্র নারীকে বিচারের মুখোমুখি হতে হলো আর সুমাইয়া আল্লাহর কাছে দেওয়া বিচার প্রাপ্তিতে একধাপ এগুলো।
বাড়ির ছাদের গাছ কেটে ভাইরাল হওয়া সেই নারীকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে তাকে আটক করা হয়েছে।
সাভারের সিআরপি রোডের এমন ভয়াবহ এক ভিডিও সোশ্যাল সাইটে এল, তা দেখে আঁৎকে উঠেছেন সবাই! যে কোনো কারণেই হোক, এক মহিলা দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! গাছের মালিকের আকুতি, কান্না তাকে স্পর্শ করছে না। সঙ্গে আছে তার ছেলে আর গুণ্ডাপাণ্ডার দল! এই অমানুষিক ঘটনায় শিউরে উঠেছে সবাই!
হিংস্র নারীর সহিংসতাসুমাইয়া হাবিব নামের ভুক্তভোগী ওই নারী ফেসুবকে নিজের গাছের ওপর এমন বর্বর আচরণের ভিডিও আর বিবরণ পোস্ট করেন। একপর্যায়ে তাকে দা দিয়ে আঘাত করতে উদ্যত হন সব গাছ কেটে ফেলা ওই নারী।
সাভার মডেল থানার ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল মঙ্গলবার ভুক্তভোগী সুমাইয়া হাবিব ফেসবুকে গাছ কাটার ভিডিও পোস্ট করে লিখেছেন, “এর হয়তো কোনো বিচার হবে না। তবে আল্লাহর কাছে বিচার দিলাম। আল্লাহই বিচার করবে।”
আমরা আমাদের অধিকার থেকে গাছ লাগাইছিলাম। মানুষ কিভাবে এতটা নিচে নামতে পারে? গাছ তো তাদের কোনো ক্ষতি করে নাই। কীভাবে পারলো এই গাছগুলি কেটে ফেলতে পারে!
শেষ পর্যন্ত সুমাইয়া হাবিবের সচেতনতাই সে তার গাছ কেটে ফেলার বিচার পেতে যাচ্ছে।