fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাঢাকা সিটিস্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির মন্তব্য

স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির মন্তব্য

“আমি শেখ হাসিনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার কর্মী হিসেবে দীর্ঘদিন রাজনীতি করেছি। আর রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি থাকতেই পারে…।”

ক্যাসিনোকাণ্ডে নাম আসায় মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ধানমন্ডিতে এক সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান। একই সঙ্গে বিষয়টি মোল্লা কাওছারকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে মোল্লা কাওছার গণমাধ্যমকে বলেন, আমি শেখ হাসিনাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার কর্মী হিসেবে দীর্ঘদিন রাজনীতি করেছি। আর রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি থাকতেই পারে…।

তিনি আরও বলেন, শুনলাম সংগঠন থেকে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে, আর অব্যাহতি দেয়া হলে আমার কী-বা করার থাকতে পারে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments